মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

আরব আমিরাতে ২ বছরের বাচ্চার পেট কেটে ১৭টি চুম্বক পেয়েছে চিকিৎসক

রির্পোটারের নাম
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৫৯ দেখা হয়েছে :

মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি

প্রবাসী এক ব্যক্তি ছেলের অস্ত্রোপচারের মাধ্যমে দুই বছরের একটি শিশুর পেট থেকে ১৭টি চুম্বক বের করা হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ একটি হাসপাতালের চিকিৎসক দল জানিয়েছে, সম্প্রতি দুই বছরের ছেলেটি ভুলবশত এগুলো গিলে ফেলেছিল।
এন্ডোস্কোপির মাধ্যমে ১৩টি চুম্বক বের করা হয়। বাকি চারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। শিশুটি বমি বমি ভাব করতে থাকে। এবং তিন দিন সে কোন কিছুই খেতে চায়নি। পরে তাকে শারজাহ’র বুর্জিল স্পেশালিটি হাসপাতালে আনা হয়।
অভিভাবকরা চুম্বক গিলে খাওয়ার সময় সম্পর্কে অজানা ছিলেন। তবে তারা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা ঘটার কমপক্ষে ৭২ ঘণ্টা কেটে গেছে, তারপর মেডিকেল রিপোর্ট অনুযায়ী, শিশুটি ৪৮ ঘণ্টা মলত্যাগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal