বেক্সিমকো গ্রুপের বন্ধ সব কারখানা খুলে দেয়ার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ।
সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশরেফা মিশু বলেছেন, বুধবার (২২ জানুয়ারি) বিকেলের মধ্যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ সব কারখানা খুলে দেয়া না হলে কাল থেকে কমপ্লিট শাটডাউন এবং অবস্থান কর্মসূচি পালন করবে শ্রমিকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুর এলাকায় এক বিশাল শ্রমিক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশরেফা মিশু বলেন, রাজনৈতিক কারণে যে সমস্ত কারখানা বন্ধ সেগুলোই প্রশাসক নিয়োগ, বন্ধ কারখানাগুলো রাষ্ট্রে অধীনে নিয়ে পরিচালনা করা প্রস্তাব দেন। মালিকের কারণে কোন শিল্প বন্ধ হতে পারে না।
এ সময় তিনি কারখানায় অযথা শ্রমিক ছাঁটাই বন্ধ, মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার দাবি জানান।
সমাবেশে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন বাসাবাড়ির মালিকরাও কারখানা বন্ধ থাকায় তাদের সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।