এইচ এম হাছনাইন,ভোলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ৯ঘটিকার সময় ভোলা সদর উপজেলার জিএসপি রেস্টুরেন্টে গত ৬ আগস্ট ২০২৪ ইং তারিখ থেকে ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের পুলিশের পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ভোলা জেলা উত্তর শাখার স্বেচ্ছাসেবী টিমের সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের “চিপ অব গেস্ট” হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সংগ্রামী সভাপতি “জননেতা আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী সাহেব”
উক্ত অনুষ্ঠানের “গেস্ট অব অনার” হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার ‘অফিসার ইনচার্জ’ মিজানুর রহমান পাটোয়ারী এবং ভোলা জেলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ আবদুল গনি সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, এবং ছাত্র আন্দোলনের ভোলা জেলা উত্তরের নেতৃবৃন্দ।