ময়মনসিংহের ত্রিশালে সহকারী কমিশনার ভূমি অফিসের প্রবেশের রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে এ অফিসে আসা সেবা প্রার্থীদের দুর্বোগে পড়তে হয় সামান্য বৃষ্টি হলেই। দীর্ঘ দিন ধরে এ সমস্যার সৃষ্টি হলেও কর্তৃপক্ষের নজরে না আসায় বিষয়টি নিয়ে জনসমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সেবা নিতে আসা ত্রিশাল সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক বজলুর রহমান জানান, এ অফিসে প্রবেশের জন্য মেইন রোড থেকে মাত্র এক মিনিটের রাস্তা যাওয়ার জন্য রিক্সার জন্য অপেক্ষা করছি। ষাটউর্ধ্ব বয়স্ক ব্যাক্তি আক্তার হোসেন জানান, সামান্য বৃষ্টি হলেই এ অফিসে যেতে হাটুর উপর লুঙ্গি তোলে যেতে হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সাথে মুঠো ফোনে জানাতে চাইলে তিনি জানান, এ সমস্যা দুর করার জন্য আমার অফিসে কোন বরাদ্ধ নাই। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবহিত করা হয়েছে।