ঢাকা, বুধবার, ২০ আগস্ট, ২০২৫ খ্রী: আগামী শনিবার, ২৩ আগস্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর একটি প্রতিনিধি দল গাজীপুর ও ময়মনসিংহে শহীদ সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবে। শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যিনি গাজীপুরে সন্ত্রাসী হামলায় নৃশংস ভাবে নিহত হন, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং হত্যার দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। কর্মসূচির সূচি হলো: সকাল ৯:৩০টা : গাজীপুর চান্দনা চৌরাস্তায় পথসভা এবং ঘটনাস্থলকে আনুষ্ঠানিক ভাবে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা ও বৃক্ষরোপণ। সকাল ১০:০০টা : শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পথসভা। সকাল ১১:০০টা : ময়মনসিংহের ভালুকা চৌরাস্তা পথসভা। সকাল ১১:৩০টা : ত্রিশাল বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। জোহর নামাজের পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে শহীদ সাংবাদিক তুহিনের বাড়ি গিয়ে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। এসময় প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন জেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।