খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন এর উদ্যোগে একদিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিন্ধুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের আওতাধীন ডাইনছড়ি সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির (এএমসি) এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে ১৯০ জন পাহাড়ি ও ৮৫ জন বাঙালিসহ মোট ২৭৫ জন অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্ধারা জানান, এই ক্যাম্পের মাধ্যমে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন।
সেবা গ্রহণকারীরা সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের জন্য জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।