মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
শান্তি-শৃঙ্খলা রক্ষায় মহালছড়িতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত কাউকে ‘সবুজ সংকেত’ দেয়নি বিএনপি, পারফরম্যান্স ভালো হলে মনোনয়ন: রিজভী যৌতুকের দাবিতে এক গৃহবধুুকে অমানবিক ভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ তজুমদ্দিনে তিন দফা দাবিতে তজুমদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নুরু পাগলের আস্তানার গরু লুটেরা গ্রেপ্তার রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবোধ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরনসভা সাবেক স্ত্রীর সাথে রাত্রি যাপন,জুসের সাথে ঘুমের ট্যাবলেট খেয়ে বর্তমান স্বামী করে হত্যা,গ্রেফতার ৯ ময়মনসিংহে ফেসবুকে সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দিয়ে বাসা দেখাতে নিয়ে শিক্ষার্থীদেরকে অ”স্ত্রের মুখে জি”ম্মি,মা”রধ”মোবাইল,ল্যাপটপ ও নগদ টাকা নেয়া প্র”তার’ক চ”ক্রের দুই তরুণীকে আটক করেছে পুলিশ সিন্দুকছড়ি জোনের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৪ ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

শান্তি-শৃঙ্খলা রক্ষায় মহালছড়িতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ সময় দেখুন
শান্তি-শৃঙ্খলা রক্ষায় মহালছড়িতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির মহালছড়িতে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এক সম্প্রীতি সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, মহালছড়ি সরকারি কলেজের প্রভাষক শামসুল আলম, মহালছড়ি জোনের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাজিদ বিন আনোয়ার, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বহু জাতি, বহু ধর্ম ও সংস্কৃতির মানুষের বসবাস হলেও এখানে সম্প্রীতির ঐতিহ্য সুদীর্ঘকাল ধরে বিদ্যমান। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে। প্রধান অতিথি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধই শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির যে অনন্য দৃষ্টান্ত বিদ্যমান, তা ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। প্রশাসন সবসময় জনগণের পাশে আছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়াও পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা কেবল পুলিশের নয়, জনগণেরও দায়িত্ব। সবাই একসাথে কাজ করলে কোনো অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারবে না। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা মিলিতভাবে শান্তি ও সম্প্রীতির প্রতীকী অঙ্গীকারে শামিল হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD