সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
ত্রিশালের রওশন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার বাংলাদেশের সেরা গুণী শিক্ষক নির্বাচিত ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত কালীগঞ্জে প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি আহত ৩ তজুৃমদ্দিনে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকে করেছে ডিবি ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি অনুমোদনে অনিয়ম, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে ইলিশ মাছের নিষেধাজ্ঞার জাঁতাকলে জেলেদের দীর্ঘশ্বাস জীবননগরে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের SCSIO, CAS, Guangzhou এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত শারদীয় দুর্গাৎসব উপলক্ষে লালমনিরহাট সীমান্তে কঠোর সতর্ক অবস্থান জারি রেখেছে, বাংলাদেশ বর্ডার গার্ড১৫ (বিজিবি) রাজবাড়ীর জামালপুর রেলষ্টেশনে সোমবার সকালে রবীন্দনাথ (৬০)নামে এক বৃদ্ব নিহত হয়েছেন।

কালীগঞ্জে প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি আহত ৩

মিলন কুমার বর্মন আদিতমারী (লালমনিরহাট)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৯ সময় দেখুন
কালীগঞ্জে প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি আহত ৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে দুইটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি ও বড় বড় গাছপালা।এতে কমপক্ষে ৩জন আহত হয়েছে বলেও জানা যায়। রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, মধ্য শ্রুতিধর গ্রামের বাদশা মিয়া (৪০), মাহমুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টির চলছে। রোববার সকাল ৯ টার দিকে বৃষ্টির সাথে আকস্মিক ভাবে শ্রুতিধর ও চর নোহালি গ্রামে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে দুই গ্রামের প্রায় শতাধিক টিনসেডের ঘরবাড়ি,আধাপাকা ও কাচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। উপড়ে পড়েছে বেশ কিছু বড় বড় গাছ। গাছের ডাল ও টিন পড়ে আহত হয়েছেন তিন জন।পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ে টিনশেডের ঘর, আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন ভেঙে পড়েছে। ঝড়টি অল্প সময় স্থায়ী ছিল।বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যেত। ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা বলেন, ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহয়তার কথাও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD