ইসলামী ব্যংকসহ ব্যকিং সেক্টরে বিশষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ- সমাবেশ হয়েছে রাজবাড়ীতে। বৈষম্য মুক্ত চাকুরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যংক গ্রাহক ফোরাম যৌথভাবে সোমবার রাজবাড়ী শহরের কলেজ রোডে এই কর্মসুচি পালন করে। মানববন্ধন শেষে সমাবেশ বক্তব্য রাখেন বৈষম্য মুক্ত চাকুরি পরিষদের সভাপতি মো, গোলাম মোস্তফা ও সেক্রটারি মাসুদুর রহমান। বক্তারা বলেন,২০১৭সাল থেকে ২০২৪সাল পর্যন্ত ইসলামী ব্যংকসহ অন্যান্য ব্যংকে লুটেরা ও মাফিয়া চক্র এস আলম কর্তৃক অবৈধ ভাবে নিয়োগকৃর্ত অদক্ষ কর্মকতা ও কর্মচারিদের অনতিবিলম্বে ছাটাই করতে হবে। তদস্থলে স্বচ্ছ নিয়োগ বোডের মাধ্যমে সৎ ও দক্ষ যোগ্য কর্মকতা – কর্মচারি নিয়োগের দাবি জানান। অন্যথায় আন্দোলনকারি আরো বৃহত্তর পরিসরে সংগ্রাম করার মতামত ব্যক্ত করেন।
ছবি দেয়া আছে।