মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ
২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ও গ্রিষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে লালমনিরহাট আদিতমারী উপজেলা মিলনায়তনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি। আদিতমারী উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে বীজ ও সার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজকল্যান মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ- উন- নবী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মুল্ল্যা।উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেকের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ওমর ফারুক। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন চন্দ্র রায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন। ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃশি প্রণোদনা কর্মসূচির আওতায় ১হাজার ৫ শত জন আমন চাষী ও ২ শত জন চাষীকে পেঁয়াজ ফসলের বীজ প্রদান করা হবে