“নদী বাঁচলে, বাঁচবে দেশ, সোনার এই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে এ ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার পারমথুরাপুর নতুন ব্রীজ থেকে শুরু হয়ে ধোপাঘাটা পুরাতন ব্রীজ পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার এই প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। প্রতিযোগিতায় ৩৫ জন অংশ গ্রহনের মধ্যে ২ ঘন্টা ব্যাপী চলা প্রতিযোগিতায় প্রথম, ২য় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল। প্রতিযোগিতা শেষে এক সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। সভাপতিত্ব করেন শামসুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, আহসান হাবিব রনক, কাঞ্চন নগর স্কুল এন্ড কলেজের সভাপতি এম আকতার মুকুল, ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয়, সারাদেশে জানান দেওয়া দরকার এ ধরণের আয়োজন করার। আলোচনা শেষে অংশ গ্রহণ কারি ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। নদীর দুই পাড়ের হাজার-হাজার মানুষ “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা উপভোগ করেন।