সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন জীবননগরে হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজিবের গণসংযোগ জীবননগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশে, রুহুল আমিন- চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার ধানের শীষের গণসংযোগে আওয়াজ উঠেছে “ত্যাগী নেতা রাব্বানী ভাই, এমপি পদে তাকেই চাই” জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর বাবু খানের মতবিনিময় হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হোসেনপুরে মাজহারুল ইসলামের মত বিনিময়সভা, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন,সভাপতি কামরুল,সাধারণ সম্পাদক মাহবুব কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।।

ঝিনাইদহে “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ শফিউল আলম লুলু
  • আপডেটের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ সময় দেখুন

“নদী বাঁচলে, বাঁচবে দেশ, সোনার এই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে এ ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার পারমথুরাপুর নতুন ব্রীজ থেকে শুরু হয়ে ধোপাঘাটা পুরাতন ব্রীজ পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার এই প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। প্রতিযোগিতায় ৩৫ জন অংশ গ্রহনের মধ্যে ২ ঘন্টা ব্যাপী চলা প্রতিযোগিতায় প্রথম, ২য় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল। প্রতিযোগিতা শেষে এক সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। সভাপতিত্ব করেন শামসুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, আহসান হাবিব রনক, কাঞ্চন নগর স্কুল এন্ড কলেজের সভাপতি এম আকতার মুকুল, ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয়, সারাদেশে জানান দেওয়া দরকার এ ধরণের আয়োজন করার। আলোচনা শেষে অংশ গ্রহণ কারি ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। নদীর দুই পাড়ের হাজার-হাজার মানুষ “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা উপভোগ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD