এইচ এম হাছনাইন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনের শম্ভুপুরে জমি দখলে বাধা দেওয়ায় ঘটনায় চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। স্বজনরা আহত ৪ জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাদলিপুর গ্রামের আমিনুদ্দিন হাওলাদার বাড়ি এলাকার আব্দুল মান্নান গংদের সাথে জুয়েল হাওলাদার এর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
শনিবার (৬জুন) সকাল ৯টার দিকে বাদলীপুর বিলে জুয়েল হাওলাদার এর ৩২ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেয়ার চেস্টা করে মান্নান হাওলাদার। এসময় জুয়েল হাওলাদার জমি দখলে বাঁধা দিলে মান্নান হাওলাদারের ছেলে সুমন, নাঈম, কাইয়ুম, হান্নান হাওলাদারের ছেলে তামিম ও মৃত শাহজাহান হাওলাদারের ছেলে শাখাওয়াত হাওলাদার মিলে জুয়েল হাওলাদার কে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। মারপিটের শব্দ শুনে জুয়েল হাওলাদার কে উদ্ধার করতে আসা বিধবা মা ও দুই ভাইয়ের স্ত্রীকেও মারপিট করে আহত করে। পরে আত্মীয় স্বজনরা আহত জুয়েল হাওলাদার(৪৫), বিধবা মাতা শাহানুর বেগম (৬৫), ভাইয়ের স্ত্রী খাদিজা (৩০), নাহিদা বেগম (২৫)কে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ আনোয়ারুল হক জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।