সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন জীবননগরে হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজিবের গণসংযোগ জীবননগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশে, রুহুল আমিন- চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার ধানের শীষের গণসংযোগে আওয়াজ উঠেছে “ত্যাগী নেতা রাব্বানী ভাই, এমপি পদে তাকেই চাই” জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর বাবু খানের মতবিনিময় হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হোসেনপুরে মাজহারুল ইসলামের মত বিনিময়সভা, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন,সভাপতি কামরুল,সাধারণ সম্পাদক মাহবুব কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।।

ময়মসিংহ মেডিকেলে র‍্যাব-১৪ এর অভিযানে ১৮ জন দালাল চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ডেস্ক রির্পোট
  • আপডেটের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫২ সময় দেখুন
ময়মসিংহ মেডিকেলে র‍্যাব-১৪ এর অভিযানে ১৮ জন দালাল চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১। সদর কোম্পানি, র‍্যাব-১৪, ময়মসিংহ এর আভিযানিক দল ২৯ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৯:০০ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা পর্যন্ত সদর কোম্পানি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাশিক খান শুষান গনদের নেতৃত্বে ময়মসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ মাসুদুল করিম (৪৮), পিতা-আক্কাস আলী, সাং-চরপাড়া, ২। ছামির (২৩), পিতা-চান মিয়া, সাং-কিসমত, ৩। রুবেল (৫৫), পিতা-শফিক, সাং-বেলতলী, ৪। আজাহার (৪৮), পিতা-তোতা মিয়া, সাং- চরপাড়া, ৫। শামীম (২৭), পিতা-আঃ রাহেদ, সাং-ছিপান, ৬। আশরাফুল (২৩), পিতা-নৈমদ্দিন, সাং-বালিপাড়া, থানা-ত্রিশাল, ৭। হারিদুল ইসলাম (৪২), পিতা- আঃ সিদ্দিক, সাং-সরিষা, থানা-ঈশ্বরগঞ্জ, ৮। মোঃ আলামিন (২৫), পিতা-ছালু মিয়া, সাং-চরপাড়া, ৯। তুষার আহম্মেদ (২৭),পিতা-আব্দুল হান্নান, সাং-চড়পাড়া, ১০। বিজয়(৫০), পিতা-বসুনাথ হরিজন, সাং-নতুন বাজার,
সর্বথানা-কোতোয়ালী, ১১। নজরুল ইসলাম(৪৫), পিতা-মৃত আলতাফ হোসেন, সাং-শিকারীকান্দা,১২। ইদ্রসি আলী (৪০), পিতা আরশেদ আলী, সাং-দিত্তপাড়া, থানা-গৌরীপুর,১৩। শহিদুল ইসলাম (৩০), পিতা-কামরুজ্জামান, সাং-দাড়াইকুটি, থানা-মুক্তাগাছা, ১৪। ইমন (১৯), পিতা- মনির, সাং-চরপাড়া ১৫। নয়ন মিয়া (৪৮), পিতা- আঃ গফুর, সাং-চরপাড়া, উভয় থানা-সদর, সর্বজেলা-ময়মনসিংহ, ১৬। চঞ্চল (৩৩), পিতা-সুশিল দাস, সাং-সজবরুখীলা, থানা-সদর, জেলা-শেরপুরদের সরকারী কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ (বিশ) দিন বিনাশ্রম কারাদন্ড ও ১৭। আঃ রাজ্জাক (৬২), পিতা- মৃত শওকত আলী, সাং-চাপাড়া, থানা-সদর জেলা-ময়মনসিংহকে ১৪ (চৌদ্দ) দিন বিনাশ্রম কারাদন্ড এবং ১৮। মোঃ আলামিন (৪৫), পিতা-নওশের আলী, সাং-সারটিয়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে উক্ত ধারা মোতাবেক ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরন করেন। উল্লেখ্য যে, উক্ত দালাল চক্রের সদস্যরা গরীব অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে, কম খরচ ও উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে এমনকি জিম্মি করে ফাঁদে ফেলে পছন্দের অনুমোদনহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়, যা দরিদ্র রোগীদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে।

২। জনগনের কল্যাণের স্বার্থে র‍্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD