“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” স্লোগানে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১০টায় জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়৷
এরপর জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জীবননগর উপজেলা জামে মসজিদ ইমাম হাসানুজ্জামান জামান। সভায় স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সমবায় অফিসার মেহা. নূর আলম। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল মাজেদ, জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্নকর্তা মনিরুজ্জামান। সভায় উপজেলা সমবায় অফিসার মেহা. নূর আলম জানান, তারা এ বছর ২৭টি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন করেছেন। ৭৮ সভা করেছেন। জীবননগরের ৩০ জন বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন।