এম মনিরুজ্জামান,রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর চন্দনী ইউনিয়নের বাড়াইঝুড়ি-বাবুপুরের মাঝে ছোট পুল নামক স্থানে ট্রেনের ধাক্কায় ইরান উদ্দীন বিশ্বাস(৭০) নামে একজন নিহত হয়েছে ।
নিহত ব্যক্তির বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,রোববার দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়ার ট্রেনটি উক্ত স্থানে আসলে দূর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান,ইরান নামের ওই ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে একাকি হেটে যাবার সময় হঠাত ট্রেনের ধাক্কায় সে পাশে পরে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।লাশ বৃদ্ধের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।