মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

দুবাই’এ গাড়ি বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

রির্পোটারের নাম
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫১ দেখা হয়েছে :

মোহাম্মদ আরমান চৌধুরী
দুবাই (ইউএই) প্রতিনিধি

দুবাইতে গাড়ি বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশর ঢাকা নবাবগঞ্জ উপজেলার ৫ জন নিহত হয়েছেন। তারা থাকতেন দুবাইয়ের আজমান শহরে। রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সাড়ে ১০টায় কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) ,শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।

জানা গেছে, দুবাই সময় সকাল সাড়ে ৭টায় শহর থেকে কর্মস্থল আজমান শহরে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ৫ বাংলাদেশির মৃত্যু হয়। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গ্রামের বাড়িতে নিহতের স্বজনরা ঘটনা জানতে পারেন।
বাংলাদেশ দুবাই কনস্যুলেট কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, দুর্ঘটনা প্রসঙ্গে জেনেছি বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে কনস্যুলেট পক্ষ থেকে স্থায়ী প্রশাসনিক এর কাছে যোগাযোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal