জীবননগর বাজারে গণসংযোগ করেন হাসানুজ্জামান সজিব (১৫ই নভেম্বর,) শনিবার , বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী জনাব হাসানুজ্জামান সজিব নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন জীবননগর বাজারে ।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওঃসাজেদুর রহমান সহ পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
এ সময় জনাব সজিব এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়ে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আমি জনগণের জন্য কাজ করতে এসেছি, আমার লক্ষ্য জনগণের সেবা এবং তাদের জীবনমান উন্নয়ন করা।”
সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি সবার কাছে হাতপাখা মার্কায় ভোট চান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়
১৫ই নভেম্বর, শনিবারবাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর পৌরসভার জীবননগর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী জনাব হাসানুজ্জামান সজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান । এছাড়া, উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ
পথসভায় প্রধান অতিথি জনাব হাসানুজ্জামান সজিব তার বক্তব্যে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি এবং জনগণের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সেবায় নিজেদের দায়িত্ব পালন করবে। আমরা সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সবার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করা।” আমি জানতে পেরেছি যে জীবননগর একটি বড় বাজার কিন্তু দীর্ঘদিন ধরে কোন বাজার কমিটি নাই।এতে ব্যবসায়ীরা নানান সমস্যার সম্যুখীন হচ্ছে। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
পথসভা শেষে উপস্থিত জনতা হাসানুজ্জামান সজিবের প্রতি তাদের সমর্থন জানিয়ে বলেন, “হাতপাখা প্রতীকে ভোট দেয়ার মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত হবে এবং দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে।”