ভোলা সদর উপজেলায় ১লা ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ২রা ডিসেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে স্বাগত মিছিল। বিকাল ৩:০০ ঘটিকায় ভোলা সদর নতুন বাজার বোডিং মসজিদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি এক অভূতপূর্ন জনসমুদ্রে পরিণত হয়।
মিছিলজুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ, উৎসাহমুখর উপস্থিতি এবং সর্বস্তরের জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মিছিলের মাধ্যমে ৫ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মিছিলের সময় বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার ভোলা-১ আসনের প্রার্থী
মাওলানা ওবায়েদুর রহমান, জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, সদর থানার সেক্রেটারি মাওলানা শরিফ বিন রফিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাহমুদুল হাসান, এছাড়া খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ আঃ কাদের (সভাপতি, ভোলা সদর থানা), মাওলানা মাকসুদ (সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস), মাওলানা বেলাল (সেক্রেটারি, ভোলা জেলা), মাওলানা সুইফুর রহমান (ভোলা জেলা), মাওলানা মাকছুদুর রহমান (সভাপতি, ভোলা জেলা উত্তর), মাওলানা আবুজার আব্দুল্লাহ (সভাপতি, ভোলা জেলা), মাওলানা আলি আকবাব (ভোলা-১ আসন প্রার্থী, ভোলা জেলা), জামাতে ইসলামের নেতৃবৃন্দ মাওলানা কামাল (আমীর, ভোলা সদর থানা), হারুনুর রশিদ (সেক্রেটারি, ভোলা জেলা), অধ্যক্ষ নজরুল ইসলাম (ভোলা-১ আসন প্রার্থী, ভোলা), এবং মাষ্টার হারুন আর রশিদ (আমীর, ভোলা জেলা)।
বক্তারা উল্লেখ করেন, জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে ৫ দফা দাবি আদায়ের সংগ্রাম আরও শক্তিশালী হবে এবং আগামীকালের বরিশাল বিভাগীয় সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।
মিছিলটি ভোলা নতুন বাজার বোডিং মসজিদ চত্বর থেকে শুরু হয়ে ভোলা বাংলা স্কুল মোড়, বরিশাল দালান, হাটখোলা মসজিদ চত্বরে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।