আজ ভোলার তজুমদ্দিনে ১৬ ডিসেম্বর রক্তস্নাত বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের স্মরণে ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তজুমদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, সকাল ৯টায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে কুচকাওয়াজ ও প্যারেডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ইসলাম। এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য বিজয় মেলা উদ্বোধন ও পরিদর্শন করা হয়।
বিকেলে প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও অগ্রগতির জন্য মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, সহ-সভাপতি হোসাইন আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক এইচ এম হাছনাইন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মহিউদ্দিন মাষ্টার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ।