সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেরোবিতে পরীক্ষা না দওয়েই ছাত্রলীগের নেত্রী পাস: ৭ মাসেও হয়নি তদন্ত ত্রিশাল ভূমি অফিসের প্রবেশ পথে জলাবদ্ধতা ত্রিশালে হিন্দু থেকে মুসলিম হওয়া যুবকের মরদেহ উদ্ধার চাকরিজীবীদের যে ৪২ ধরনের আয় করমুক্ত জীবননগর নতুন পাড়ায় শত্রুতামূলকভাবে ফলের বাগান কেটে দেওয়ার অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা দীর্ঘমেয়াদি কোমর ব্যথার রোগীর জন্য পরামর্শ – ডা. মোহাম্মদ আলী ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট ২০২৫ ছাত্র সমাবেশের ঘোষণা ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ঝিনাইদহে স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ -আহত ১৫

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট ২০২৫ ছাত্র সমাবেশের ঘোষণা

এইচ এম হাছনাইন , ভোলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৬ সময় দেখুন
ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

গতকাল ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ভোলা সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা শরিফ বিন রফিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম ও ইসলামী যুব আন্দোলনের জেলা নেতৃবৃন্দ এবং সাবেক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত নৈতিক নেতৃত্ব, ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। তারা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী ৩০ আগস্ট ২০২৫ ভোলায় এক বৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা—সমাবেশে জেলার প্রতিটি উপজেলা ও থানা শাখা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেবে, যা ছাত্র সমাজে নৈতিক চেতনা ও ঐক্য জোরদারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD