সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন জীবননগরে হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজিবের গণসংযোগ জীবননগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশে, রুহুল আমিন- চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার ধানের শীষের গণসংযোগে আওয়াজ উঠেছে “ত্যাগী নেতা রাব্বানী ভাই, এমপি পদে তাকেই চাই” জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর বাবু খানের মতবিনিময় হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হোসেনপুরে মাজহারুল ইসলামের মত বিনিময়সভা, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন,সভাপতি কামরুল,সাধারণ সম্পাদক মাহবুব কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় মহালছড়িতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ সময় দেখুন
শান্তি-শৃঙ্খলা রক্ষায় মহালছড়িতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির মহালছড়িতে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এক সম্প্রীতি সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, মহালছড়ি সরকারি কলেজের প্রভাষক শামসুল আলম, মহালছড়ি জোনের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাজিদ বিন আনোয়ার, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বহু জাতি, বহু ধর্ম ও সংস্কৃতির মানুষের বসবাস হলেও এখানে সম্প্রীতির ঐতিহ্য সুদীর্ঘকাল ধরে বিদ্যমান। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে। প্রধান অতিথি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধই শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির যে অনন্য দৃষ্টান্ত বিদ্যমান, তা ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। প্রশাসন সবসময় জনগণের পাশে আছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়াও পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা কেবল পুলিশের নয়, জনগণেরও দায়িত্ব। সবাই একসাথে কাজ করলে কোনো অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারবে না। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা মিলিতভাবে শান্তি ও সম্প্রীতির প্রতীকী অঙ্গীকারে শামিল হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD