(২৬ সেপ্টেম্বর) জীবন নগর উপজেলা জামায়াতে ইসলামী এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহি উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন- আমরা কেন্দ্রীয় সংগঠনের সাথে একতত্বা ঘোষণা করছি ৫ দফা বাস্তবায়ন চায়। আর যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের কর্মসূচিতে যেতে বাধ্য হব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান তিনি বলেন – আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে নির্বাচন চাই যদি তা না হই তাহলে জামায়াতে ইসলামী বাংলাদেশে যেন্তেন নির্বাচন মেনে নিবে না। অন্যান্য অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও মো সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক মো হারুন অর রশীদ, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো মাজেদুর রহমান লিটন, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মো মাহফুজুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখার সকল কর্মপরষদ সদস্য প্রমুখ।