মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলাট উদ্বোধন

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫৫ দেখা হয়েছে :

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, ‘সমৃদ্ধ করি বাংলাদেশ , এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলা জেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১১জুলাই ) সকাল ১১ টার সময় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন – জেলা প্রশাসক আরিফুজ্জামান।

উদ্বোধনের আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ ভোলা যৌথভাবে এই মেলার আয়োজন করে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু ও জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর , ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজান পাটোয়ারী, সহকারী বন সংরক্ষক মনিরুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা করে। সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। তাই এই উষ্ণতা কমাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে এবং সবাই কে বৃক্ষরোপন করতে উৎসাহিত করতে হবে।

এ ছাড়া মেলায় উপকারভোগীর জন্য মোট ৬ লক্ষ ৭২ হাজার টাকার চেক প্রদান করেন ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal