সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ শহীদ ওসমান হাদীর খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সংবাদ প্রকাশের পাঁচ মাস পর দুদকের অভিযান অপরাধীদের আশ্রয় দিতে দিতে ভারত এশিয়ার ডাস্টবিনে পরিণত হয়েছে – ইশা সভাপতি খায়রুল আহসান মারজান তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫ লালমনিরহাট সদর ৩ আসনে নেই কোন হেভিওয়েট প্রার্থী ২২ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি বাছাইপর্ব বাতিল হয়েছে আলোচিত অনেক প্রার্থী সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি ২৩ বছর ধরে পরিত্যক্ত দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস, সংস্কার নেই

বাছাইপর্ব বাতিল হয়েছে আলোচিত অনেক প্রার্থী

ডেস্ক রির্পোট
  • আপডেটের সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ সময় দেখুন

যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে চার প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তাদের মনোনয়নপত্রের তথ্য হালনাগাদের জন্য সময় দেওয়া হয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়া মফিকুল হাসান তৃপ্তি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্রে তথ্যের ঘাটতি থাকায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন ও জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলম চঞ্চলের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তাদের হালনাগাদ তথ্য জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১০ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ব্যাংক ঋণ (ক্রেডিট কার্ড) সংক্রান্ত জটিলতায় জামায়াতে ইসলামী মনোনীত ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিএনপির মোহাম্মদ ইসহাক ও জহুরুল ইসলামের এবং ১ শতাংশ ভোটারের তথ্যে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে বিএনএফ মনোনীত প্রার্থী শামসুল হকের মনোনয়নপত্রে স্বাক্ষর, টিআইএন ও জাতীয় পার্টি মনোনীত ফিরোজ শাহর টিআইএন ও ব্যাংক-সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য সময় দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ জানিয়েছেন, ক্রেডিট কার্ড-সংক্রান্ত বিষয়টি অনেক আগের, তবে এর সমাধান হয়েছে। তাই প্রাথমিক বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলেও তিনি আপিল করবেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, সমস্যার সমাধান হওয়ায় মনোনয়নপত্র ফেরত পাবেন।

মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সফরত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলী।

এদিকে যাচাই-বাছাইয়ে মুন্সীগঞ্জ-১ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দিন রাজী, কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান এবং বিপ্লব ইনসানিয়াত বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার।

রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্বের উল্লেখ থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তা, রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান জানান, নাগরিকত্ব-সংক্রান্ত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে মঞ্জুম আলী বলেন, অনেককে সংশোধনের সুযোগ দেওয়া হলেও তাকে দেওয়া হয়নি। তার কোনো দ্বৈত নাগরিকত্ব নেই। তিনি আপিল করবেন এবং আশা প্রকাশ করেন যে, আপিলে মনোনয়নপত্র বৈধ হবে। তিনি আরও বলেন, ‘আপনারা হতাশ হবেন না, আমরা হাইকোর্টে যাব, সেখান থেকে রায় নিয়ে আসব।’

কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ গণ্য করা হয়েছে।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মনোনয়ন যাচাই শেষে তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন গণঅধিকার পরিষদের প্রার্থী জি এম রোকনুজ্জামান, যিনি ভিন্ন এলাকার প্রস্তাবকারী থাকার কারণে বাতিল হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত্য কুমার মণ্ডল স্বাক্ষর জালিয়াতির কারণে বাতিল হয়েছেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন এস এম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা।

রাঙামাটি আসনে আট প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ, একজনের স্থগিত এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ মুহাম্মদ জসিম উদ্দিনের কাগজপত্রে অসংগতি থাকায় বিকেল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ১ শতাংশ স্বাক্ষর কম থাকায় তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।

নরসিংদী-২ (পলাশ) আসনে তিনজন এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। পলাশ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন মো. ইব্রাহীম (ইনসানিয়াত বিপ্লব মনোনীত), ইঞ্জিনিয়ার মহসিন (বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত), এ এন এম রফিকুল আলম সেলিম (জাতীয় পার্টি মনোনীত)। মনোহরদী-বেলাব আসনে কাজী শরিফুল ইসলামের (বাংলাদেশ কংগ্রেস মনোনীত) মনোনয়নপত্র বাতিল হয়েছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র তথ্যের ঘাটতির কারণে বাতিল হয়েছে।

ভোলা-২ আসনের যাচাই-বাছাইয়ে ৯ জন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিবুল্লাহ খোকন এবং তাছলিমা বেগম।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম রাসেল ও মোহাম্মদ গোলাম মোস্তফা। তারা নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালু রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নীলফামারী-২ (সদর) আসনে জমা পড়া সাতটি মনোনয়নপত্রের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. ছাইফুল্লা ওরফে এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এবং মিনাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD