সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ শহীদ ওসমান হাদীর খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সংবাদ প্রকাশের পাঁচ মাস পর দুদকের অভিযান অপরাধীদের আশ্রয় দিতে দিতে ভারত এশিয়ার ডাস্টবিনে পরিণত হয়েছে – ইশা সভাপতি খায়রুল আহসান মারজান তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫ লালমনিরহাট সদর ৩ আসনে নেই কোন হেভিওয়েট প্রার্থী ২২ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি বাছাইপর্ব বাতিল হয়েছে আলোচিত অনেক প্রার্থী সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি ২৩ বছর ধরে পরিত্যক্ত দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস, সংস্কার নেই

তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭২ সময় দেখুন
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ভোলার তজুমদ্দিনে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।
আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৫) দুপুর ১.০০ টার দিকে উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত হাসপাতালের সামনে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজান গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫) উল্লেখযোগ্য। এদের মধ্যে আল-আমীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।
ঘটনার বিষয়ে উপজেলা শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন বলেন, “২০১৭ সালে আওয়ামী লীগের ক্যাডাররা আমার বাজারের দোকান ভাঙচুর ও লুটপাট চালায়। সে সময় আমাকে মারধর করে উলঙ্গ করে ফেলে। পরে ২০১৮ সালে স্লুইজঘাট এলাকায় সাবেক শহর যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের মার্কেটে একটি দোকান পাই। ২০১৯ সালে বিস্ফোরক আইনের একটি মামলায় হাজিরা দিতে গিয়ে দোকানের চাবি সবুজ তালুকদারের কাছে গচ্ছিত রাখি। আদালত থেকে জামিন না পেয়ে এক মাসের বেশি সময় কারাভোগ করে ফিরে এসে দেখি, আমার দোকানের সব মালামাল সবুজ ও তার ভাই রিয়াজ লুট করে নিয়েছে। ৫ আগস্টের পর আমি আমার পাওনা বুঝে নিতে গেলে যুবদলের এক নেতার নেতৃত্বে গিয়াস ও মিজান বাধা সৃষ্টি করে। গতকাল সবুজ তালুকদারকে ধরতে শশীগঞ্জ বাজারের দক্ষিণ মাথায় গেলে গিয়াস ও মিজানের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়।”

অন্যদিকে যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, “মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেন লিটন দক্ষিণ বাজারের ব্যবসায়ীদের গালিগালাজ ও মারধর করেন। এ সময় রুবেল বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে দক্ষিণ বাজারের লোকজন তাদের প্রতিহত করলে সংঘর্ষ বেঁধে যায়। এতে আমাদের রুবেল, ইলিয়াছ ও আবু সাইদসহ কয়েকজন আহত হন।”

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD