গতকাল ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ভোলা সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা শরিফ বিন রফিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম ও ইসলামী যুব আন্দোলনের জেলা নেতৃবৃন্দ এবং সাবেক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত নৈতিক নেতৃত্ব, ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। তারা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী ৩০ আগস্ট ২০২৫ ভোলায় এক বৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা—সমাবেশে জেলার প্রতিটি উপজেলা ও থানা শাখা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেবে, যা ছাত্র সমাজে নৈতিক চেতনা ও ঐক্য জোরদারে নতুন দিগন্ত উন্মোচন করবে।