মোঃ গোলাপ মিয়া,ষ্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের কালীথান এলাকার হতদরিদ্র জাবেদ আলী পুত্র জাহাঙ্গীর আলম কে তন্ত্র মন্ত্র করে অচেতন করে অটো চুরি করে নেওয়া অভিযোগ উঠেছে তান্ত্রিক সহ অ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে।
থানা অভিযোগের সূত্রে জানাযায় জেলার আদিতমারী উপজেলার বন্ধু সিনেমা হলের নিজপাড়া এলাকায় তান্ত্রিক মালতী রানী রায় ও তার স্বামী নবকান্ত রায় একটি চোর চক্রের সাথে যোগসাজশে তন্ত্র মন্ত্র আড়ালে চক্রটি দিয়ে অটো ও মটরবাইক্ চুরি করিয়ে থাকেন।
জানাযায় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী আদিতমারী উপজেলার দুরাকুটি হতে হাজীগঞ্জ আসার পথে গত মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় রাস্তায় অপরিচিত ৩ জন লোক উপজেলার বন্ধু সিনেমা হলের পাশে এক তান্ত্রিকে বাড়ীতে চিকিৎসা জন্য যাবে বলে অটো চালকের সাথে ভাড়া ঠিক করে তান্ত্রিক মালতী রানী রায় এর বাড়ীতে যাত্রী সহ যায় ।
তান্ত্রিকের স্বামী নবকান্ত রায় অটো চালক জাহাঙ্গীর আলম কে বাড়ীর ভিতরে ডেকে নিয়ে নাস্তা আপ্যায়ন করায় নাস্তা আপ্যায়ন করে অটো চালককে মোটরসাইকেল যোগে উপজেলা নামুড়ী বাজারে রেখে আসেন। ঘন্টা খানিক পড়ে তান্ত্রিকের বাড়ীতে অটো রেখে এসেছে মনে পড়লে বিষয়টি স্থানীয় লোকজনদের অবগত করেন এবং তার পিতা সাথে বিষয়টি জানায় ,পরবর্তীতে তান্ত্রিকের বাড়ীতে গিয়ে দেখে অটো চুরি হয়েছে। এই ঘটনায় তান্ত্রিক মালতী রানী ও তার স্বামী নবকান্ত রায় এবং দেবর স্বপন কুমার রায় কে আসামি করে আদিতমারী থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত তান্ত্রিক মালতী রানী ও তার স্বামী নবকান্ত রায় সাথে অটো চুরি বিষয়ে কথা হলে তান্ত্রিক ও তার স্বামী নবকান্ত রায় ও দেবর স্বপন কুমার রায় বলেন তাদের বাড়ি আঙ্গিনা থেকে অটো চুরি হয়েছে স্বীকার করে বলেন অটো চুরি সাথে তান্ত্রিক ও বাড়ীর লোক জন জড়িত না বলে জানিয়েছেন।