আসন্ন ত্রায়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে সত্য ও মানবতার পরম বন্ধু আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আপেল মার্কার মনোনীত প্রার্থী নুর ইসলাম শামীম শাহ্।
আপেল মার্কায় ভোট দিয়ে সত্য ও মানবতার পক্ষে সব মানুষের পক্ষে অবস্থান নিন।
মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশীদার হোন ভোটের সাথে ঈমান জীবন জড়িত।
সত্যের সাথে আমাদের প্রেম, মানবতার সাথে আমাদের প্রেম। সত্য ও মানবতার উৎস ও দাতা দয়াময় স্রষ্টা ও স্রষ্টার আলো মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম। প্রকৃত প্রেমে লাভ ক্ষতির হিসেব নেই আছে কেবল প্রাণপণ বিশ্বস্ততায় ত্যাগ ও উৎসর্গতা। আল্লামা ইমাম হায়াত আমাদেরকে সত্য ও মানবতার দায়িত্ববোধে উজ্জীবিত করেছেন।
সত্য ও মানবতার প্রেমিক সব মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশী।